চিকিৎসকদের ধর্মঘটে চিকিৎসা না পেয়ে গতকাল শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার থেকে নগরের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রগুলোতে শুরু হওয়া ধর্মঘট গতকাল দিনভর অব্যাহত থাকলেও রাতে আগামী রোববার দুপুর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়। এদিকে ধর্মঘটের আওতায় সরকারি হাসপাতালের শুধু বহির্বিভাগে সেবাদান বন্ধের ঘোষণা দেওয়া হলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘটের পুরো প্রভাব পড়তে দেখা গেছে। সেবা থেকে বঞ্চিত হওয়া ছাড়াও পরীক্ষা-নিরীক্ষার...

